অনূর্ধ্ব-১৭ সাফ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ। ভুটানের থিম্পুতে বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে। ভারতের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। প্রথম রাউন্ডে ভারতের কাছে ২-০ গোলে হেরে অর্পিতা বিশ্বাসদের শিরোপার আশা প্রায় শেষ হয়ে গেছে। যতটুকু আছে তা যদি ও কিন্তুর ওপর নির্ভর করে। বাংলাদেশ শেষ রাউন্ডে তিন ম্যাচ জিতলে ও ভারত দুই ম্যাচ হারলে তবে বিজয়ের ট্রফি হাতে তুলতে পারবেন অর্পিতারা। ভারত যে পারফরম্যান্স প্রদর্শন করছে তাতে দুই হারের সম্ভাবনা ক্ষীণ।
প্রথম পর্বে টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে ভারত যেমন শীর্ষে রয়েছে। তেমনি গোল ব্যবধানে অনেক এগিয়ে। ভারতের গোল সংখ্যা ১৭। অন্য দিকে বাংলাদেশ গোল করেছে ছয়টি। হজম করেছে তিন গোল। এজন্য বাংলাদেশের আর কোনো সম্ভাবনা নেই বললে চলে। টুর্নামেন্টে ফাইনাল থাকলেও চলত। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যেত। ভারতের বিপক্ষে জিতলে পয়েন্ট সমান হবে। কিন্তু গোল ব্যবধানে শিরোপা যাবে ভারতের ঘরে। এখন পথ একটায়, ভারতকে দুই ম্যাচ হারতে হবে আর বাংলাদেশকে জিততে হবে তিন ম্যাচ। ২৯ আগস্ট ভুটান, ৩১ আগস্ট বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। জাতীয় ও সাফের অন্য বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব-১৭ এখনো জিততে পারেনি। এবারও অধরা থেকে যাচ্ছে। যদি পারে তা হবে বড় ম্যাজিক।