নগরকান্দা-সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ আসনটি গঠিত। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু। এ ছাড়া ধানের শীষ প্রতীক পেতে গণসংযোগ করছেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নগরকান্দা উপজেলা শাখার আমির সোহরাব হোসেন। খেলাফত মজলিসের প্রার্থী কেন্দ্রীয় কমিটির অভিভাবক সদস্য শায়খুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী। সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন তাদের শক্তিমত্তা জানান দিতে শোডাউন ও প্রচারণা চালাচ্ছে। শামা ওবায়েদ ইসলাম রিংকুর কর্মী-সমর্থকরা নির্বাচনি প্রচারণা শুরু করেছেন বেশ আগে থেকেই। মাঝেমধ্যেই দলীয় কর্মসূচির মাধ্যমে শোডাউন করছেন। নিষ্ক্রিয় নেতা-কর্মীদের সক্রিয় করতে কাজ করছেন শামা ওবায়েদ। আরেক প্রার্থী অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু তার কর্মী-সমর্থকদের নিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। শামা ওবায়েদের প্রার্থিতা নিয়ে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল বলেন, এ আসনে শামা ওবায়েদ ছাড়া বিএনপির আর কোনো প্রার্থী নেই। বিএনপির প্রার্থী রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হবে বলে তিনি মনে করেন।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু বলেন, বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন। বিএনপির দুঃসময় থেকে এখন পর্যন্ত দলের হয়ে কাজ করছি। জুলুম-নির্যাতন সহ্য করেছি। দলের মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হব।