ঢাকার কেরানীগঞ্জের প্রাণভোমরা হিসেবে খ্যাত ‘শুভাঢ্যা খাল’ পুনঃখনন করে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করার উদ্যোগ নিয়েছে সরকার। কাজটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। প্রথম পর্যায়ের কাজে ব্যয় ধরা হয়েছে ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল কেরানীগঞ্জে ঝাউবাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় শুভাঢ্যা খাল পাড়ে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্প বাস্তব কাজের উদ্বোধন করেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, শুভাঢ্যা খালকে আমরা আবারও ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমানের মাধ্যমে সমৃদ্ধ করে দিতে চাই।
এ খাল বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী নদীকে সংযুক্ত করেছে। ফলে পরিবেশগত দিক বিবেচনায় এটার গুরুত্ব অন্য রকম। খালটি গভীর করে খনন করা হবে। কিছুটা অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। পরবর্তীতে অবৈধ দখল থেকে বাঁচাতে খালের পাড় খানিকটা ঢালাই করে দেওয়া হবে। খালের পাড়ে আমরা যতটুকু সম্ভব ওয়াকওয়ে করে দেব। আশা করি যথাসময়ে কাজটি শেষ হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুভাঢ্যা খাল এ এলাকার ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ, যা এ এলাকার পানি প্রবাহে অন্যতম প্রাণভোমরা। অতীতে খালটি ছিল স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পানি নির্গমন পথ। খনন ও পরিচ্ছন্ন কার্যক্রমের পরে খালটি আবার প্রাণ ফিরে পাবে।