জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ষষ্ঠ দিনে গড়িয়েছে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, সুস্পষ্ট দিকনির্দেশনা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “আমরা জেনেছি প্রশাসন সিন্ডিকেটে ডেকেছে। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আগামী দিনের কর্মসূচি। ইতিবাচক সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলন ঘোষণা দিতে বাধ্য হবো।”
এদিকে বিকেল পাঁচটায় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ১০২তম বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় জকসু নির্বাচনের ভোটার ও প্রার্থীদের বয়সসীমা, শিক্ষাবর্ষসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “তিন ঘণ্টা ৩০ মিনিট আলোচনা শেষে জকসুর সংবিধি গৃহীত হয়েছে। তবে কয়েকটি বিষয় অমীমাংসিত রয়ে গেছে। রবিবারের মধ্যে সব চূড়ান্ত করে ইউজিসিতে পাঠানো হবে। সম্পূরক বৃত্তি নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই, সেটা আগের মতোই চলমান।”
বিডি প্রতিদিন/আশিক