রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানো হয়েছে। নতুন ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে কমিশনের এক জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এনিয়ে চতুর্থবারের মতো তফসিল সংশোধন হলো। এর আগে, গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন। তবে ওই দিন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়ায় শিক্ষার্থীদের অনেকে ক্যাম্পাসে থাকতে পারবেন না বলে ক্যাম্পাসজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করে শিবির। সংবাদ সম্মেলনে করে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থী। সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক সৌরভ কর্মকার বলেন, দুর্গাপূজার প্রথমদিন প্রশাসন নির্বাচনের ঘোষণা দিয়েছে। অথচ সাড়ে ৩ হাজার সনাতনী শিক্ষার্থী ভোটার। অনেকে আগেই চলে যাবেন। তাদের বঞ্চিত করে নির্বাচন কাদের স্বার্থে প্রশ্ন তুলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি। বিষয়টি আমলে নিয়ে গতকাল রাতেই নির্বাচন কমিশনের জরুরি সভায় বসে তফসিল পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
এরপর রাতেই রাকসুর প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর তারিখে ঘোষিত রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর পুনর্বিন্যাস ও তফসিল ঘোষণায় উ™ভূত পরিস্থতিতে নির্বাচন কমিশনের এক জরুরি সভায় বিষয়টি নিয়ে গুরুত্বসহ আলোচনা করা হয়। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর বিষয়টি বিবেচনা করে আগামী ২৮ সেপ্টেম্বরের পরিবর্তে ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মতি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে তফসিলের অন্যান্য বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ২৪ আগস্ট থেকে ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর।
সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক সৌরভ কর্মকার বলেন, দুর্গাপূজার প্রথম দিন প্রশাসন নির্বাচনের ঘোষণা দিয়েছে। অথচ সাড়ে ৩ হাজার সনাতনী শিক্ষার্থী ভোটার। অনেকে আগেই চলে যাবেন। তাদের বঞ্চিত করে নির্বাচন কাদের স্বার্থে প্রশ্ন তুলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি। এর আগে ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন পেছানোর বিষয়ে অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। তবে শিবিরসহ অধিকাংশ সংগঠন এতে বিরোধিতা করে। গত ২৫ আগস্ট বিদেশি ও প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত, ভোট কেন্দ্র পরিবর্তন, ছবিসহ ভোটার তালিকা প্রকাশ, আবাসিক হলে সবার সহাবস্থান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল।
মনোনয়ন তুলেছেন ৫৫১ প্রার্থী, অনাগ্রহী নারীরা : মনোনয়ন বিতরণের চতুর্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৫১ জন প্রার্থী। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ১৬৮ জন, সিনেটের ৫টি পদের বিপরীতে ১৯ জন এবং ১৭টি হল সংসদের বিভিন্ন পদে ৩৬৩ জন প্রার্থী এসব মনোনয়ন নেন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৭ জন, জিএস পদে ৫ জন, এজিএস পদে ৭ জন, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে নারী প্রার্থীদের সংখ্যা খুবই নগণ্য।
কমিশনের তথ্যমতে, নির্বাচনে ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৯২ জন। এর মধ্যে ১৫ হাজার ৩৫১ জন ছাত্র ও ৯ হাজার ৭৪১ ছাত্রী ভোটার। মোট ভোটারের ৩৯ দশমিক ১৩ শতাংশ ছাত্রী। অথচ গত ২৬ আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি), মহিলাবিষয়ক সম্পাদক, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য ছাড়া অন্য ১৬ পদে এখন পর্যন্ত কোনো নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। দুটি প্যানেল এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছে, যার মধ্যে একটি প্যানেলে ৫ জন নারী এবং অন্য প্যানেলে কোনো নারী প্রার্থী নেই।
এ ব্যাপারে প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. সেতাউর রহমান বলেন, সময় যেহেতু বৃদ্ধি করা হয়েছে, মনোনয়ন উত্তোলন আরও বাড়বে। অনেকে শেষ দিনের অপেক্ষায় আছে। নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি সাইবার সেল গঠিত হয়েছে। আশা করি তারাও নির্বিঘ্নে অংশ নিতে পারবে।