নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, ‘হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সর্বস্তরের কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়েছে। আমরা আগামী ৪৮ ঘণ্টা জনগণের সুবিধার কথা চিন্তা করে সব ধরনের সেবা চালু রাখছি। তবে রবিবার চিকিৎসক ও এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় মূলহোতাসহ জড়িতদের গ্রেপ্তার করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।’
তিনি আরও বলেন, ‘আমরা জনগণকে সেবা দিতে চাই। কিন্তু নিরাপত্তা ও উপযুক্ত পরিবেশ ছাড়া চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়।’
মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ