আন্তর্জাতিক বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করে বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার ফিলিস্তিনিদের অনাহারে রাখছে।
সোমবার ফরাসি গণমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা প্রদানকারী চিকিৎসা কর্মীদের উদ্ধৃতি করে এ অভিযোগ করেছে অ্যামনেস্টি।
ইসরায়েল গাজা উপত্যকায় সাহায্যের অনুমোদন কঠোরভাবে সীমিত করেছে। গত ২২ মাস ধরে চলা যুদ্ধে ইচ্ছাকৃতভাবে অনাহারে থাকার দাবি বারবার প্রত্যাখ্যান করেছে।
এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে, সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যামনেস্টির অনুসন্ধানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সংস্থার প্রতিবেদন অনুসারে, ‘ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকায় ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখার জন্য অভিযান চালাচ্ছে, যা ফিলিস্তিনিদের স্বাস্থ্য, কল্যাণ এবং সামাজিক কাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে।’
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত