‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’- এই প্রতিপাদ্যে মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এসময় সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়। বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট পান- এস আলম নাসিং পয়েন্টের মালিক মো. শাহ আলম শেখ, বাগদা উৎপাদনে মতিয়ার রহমান মোল্লা ও তেলাপিয়া উৎপাদনে হুমায়ুন কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জোবায়ের হোসেন, তদন্ত ওসি মানিক চন্দ্র গাইন, বিএনপি সভাপতি আ. মান্নান হাওলাদার, সাংবাদিক নুর আলম শেখ প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, অবৈধ জাল ও বিষ দিয়ে মাছ ধরায় বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হচ্ছে। তাই মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে দায়িত্ব নিতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ