কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মানদীর পাড়ের এক বাগান থেকে মরদেহ পাওয়া যায়। নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইউনুস শেখের ছেলে। স্বজনদের অভিযোগ, ভ্যান ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার (১৭ আগস্ট) বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়। রাতে ফিরেনি। সোমবার সকালে থানায় অভিযোগ দেওয়ার পর স্থানীয়রা কলাবাগানে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। মরদেহের গলায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কুমারখালী থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, ভ্যান ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ