বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) উপপরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদকে বদলি করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগের যুগ্ম সচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়। চিঠিতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে বলদি ও পদোন্নতির প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
শজিমেক উপপরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদ এর স্থলে উপপরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিনকে।
প্রজ্ঞাপনে বলা হয়, ডা. মো. ওয়াদুদকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয় ডা. মো. নাজমুল হককে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে আগামী ২০ আগস্টের মধ্যে সকলকে বদলিকৃত স্থানে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তারা পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অব্যাহতি (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।
বিডি প্রতিদিন/জামশেদ