‘গুমসংক্রান্ত তদন্ত কমিশনে’ এ পর্যন্ত ১ হাজার ৮০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে। কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
গতকাল রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ কেনেডির (আরএফকে) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাতে এলে এ কথা বলেন কমিশনের সভাপতি।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস এবং অ্যাটর্নি স্টাফ (এশিয়া) ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। কমিশনের সভাপতি বলেন, কমিশনে এখন পর্যন্ত ১৮০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে এবং সবগুলো অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে কমিশন। ঘণ্টাব্যাপী এ বৈঠকে কমিশনের সদস্য মো. নূর খান, মো. সাজ্জাদ হোসেন ও ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।