জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, একটা গ্রহণযোগ্য ভালো জাতীয় সংসদ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। ভিতরে জাতীয় আন্তর্জাতিক অনেক গেইম আছে বা থাকতে পারে। গণতন্ত্র মানে মেজরিটির মতামত নয় বরং তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যের সঙ্গে থাকা। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। গতকাল রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।
বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় কবিতা পরিষদ জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের প্রয়াসে যৌথ মতবিনিময় সভার উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে নাগরিক ঐক্যের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মাহমুদুর রহমান মান্না আরও বলেন, যতটা সম্ভব ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করা উচিত। যেন কেউ একক ক্ষমতার অধিকারী না হতে পারে। দুর্ভাগ্যবশত দেশে কয়েক মাসে শুধুমাত্র আলোচনা আর কাগজে লেখাই হয়েছে আদতে কোনো সংস্কারই হয়নি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম-সাধারণ সম্পাদক মনজুর কাদির, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসি আক্তার, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টাম লীর অন্যতম সদস্য কবি মতিন বৈরাগী, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক কবি নুরুন্নবী সোহেল, সেমিনার সম্পাদক কবি মনজুরুর রহমান, শান্তি ও শৃঙ্খলা সম্পাদক কবি ইউসুফ রেজা, প্রচার সম্পাদক কবি আসাদ কাজল, দপ্তর সম্পাদক কবি রোকন জহুর, জনসংযোগ সম্পাদক রফিক হাসানসহ পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজক সংগঠন জাতীয় কবিতা পরিষদ জানায়, মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যহীন, মানবিক, অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করা।