আসন্ন ঈদের লম্বা ছুটিতে দেশের কলকারখানা, ব্যাংক-অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অর্থনীতিতে এর তেমন কোনো প্রভাব পড়বে না। ফলে অর্থনীতি স্থবির হবে না। ছুটি থাকলেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এবার ঈদে দীর্ঘ ছুটি, অর্থনীতিতে কোনো স্থবিরতা দেখা দেবে কি না? জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, না, অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না। সবকিছু সচল থাকবে। উপদেষ্টা পরিষদের বেশির ভাগ সদস্য আমরা ঢাকায় থাকব। দরকার হলে বন্ধের মধ্যে মিটিং করব। আমাদের মধ্যে কথা হয়েছে। আর ছুটিতে যদি যাইও দেশে থাকলে তো সমস্যা নেই, বিদেশে গেলে আমরা জুমে মিটিং করব। আমি বিশ্বব্যাংকে থাকতে জুমে অনেক মিটিং করেছি। এগুলো কোনো সমস্যা হবে না। কোনো স্থবিরতা তৈরি হবে না।
তিনি বলেন, খাদ্যশস্য আমদানি ও বাজার স্বাভাবিক রাখতে আমরা আজও চাল আনতে বলেছি। আমরা তো খুব সজাগ। টিসিবির মাধ্যমে একটা পক্ষকে তো আমরা এনশিওর করেছি। আজ একটা প্রস্তাব আসছে আলু এত অতিরিক্ত, সেটা কীভাবে দেওয়া যায়। কিন্তু একটা সমস্যা আছে বেশি দামে কিনে, সস্তা দামে দেওয়া ডিফিক্যাল্ট। ওয়ান-ইলেভেনের সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম একটা প্রোগ্রাম করেছিলেন ১০০ দিনের গ্যারান্টি কর্মসংস্থান। আপনারা এ ধরনের কোনো প্রকল্প নেবেন কি না? এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, আমরা এটা দেখব। তবে ১০০ দিনের প্রকল্প থেকে ভালো হবে রেগুলার প্রকল্পের মাধ্যমে লোকাল বেজ কর্মসংস্থান।