প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিচারিক স্বাধীনতা ও সংস্কারের উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ইইউর বাংলাদেশ অফিস তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইইউর বিবৃতিতে বলা হয়েছে ইইউ বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতায় সমর্থন করে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইউএনডিপির সঙ্গে কাজ করছে। আমরা আমাদের অংশীদারদের পাশে আছি। আমরা সর্বজনীন মূল্যবোধের পক্ষে আছি। আমরা প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোর সমর্থনে পাশে আছি।