দুবাইয়ে ভারত ম্যাচে মাসল পুল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেঞ্চুরি করেন তাওহিদ হৃদয়। রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে। দুই ম্যাচের মাঝে তিন দিনের বিশ্রাম পেয়েছেন হৃদয়। এখন পুরোপুরি সুস্থ। ইনুজরির জন্য প্রথম ম্যাচ খেলেননি মাহমুদুল্লাহ রিয়াদ। তিনিও সুস্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জীবন বাজির ম্যাচ বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প কোনো পথ নেই নাজমুল বাহিনীর। মরণ-বাঁচন ম্যাচের ফলাফল অনেকটাই নির্ভর করছে ছন্দে থাকা হৃদয়ের চওড়া ব্যাটিংয়ের ওপর। ব্যাটিং লাইনকে শক্তিশালী করতে খেলতে পারেন ‘ম্যাচ উইনার’ মাহমুদুল্লাহ। সর্বশেষ চার ওয়ানডেতে টানা হাফ সেঞ্চুরি করে ছন্দে রয়েছেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। তিনি ফিরলে বাদ পড়তে পারেন আরেক সিনিয়র মুশফিকুর রহিম। তখন উইকেট কিপিং করবেন জাকের আলি। অবশ্য পরিবর্তন আসতে পারে বোলিংয়েও। তানজিম সাকিবের জায়গায় শেষ মুহূর্তে খেলতে পারেন ‘স্পিডস্টার’ নাহিদ রানা। রাওয়ালপিন্ডিতে নাহিদের রয়েছে সুখস্মৃতি। রাওয়ালপিন্ডি টাইগারদের কাছে আনন্দে ভেসে যাওয়ার এক নাম। গত সেপ্টেম্বরে এই ভেন্যুতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। যদিও এখানে ২০০৩ সালে একমাত্র ওয়ানডেতে হারের ক্ষত রয়েছে টাইগারদের। তারপরও আজকের প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলে স্বপ্ন দেখতেই পারে নাজমুল বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে একমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সাফল্য অপেক্ষাকৃত বেশি। পরিসংখ্যানও তাই বলছে। দুই দলের ৪৫ ওয়ানডের মুখোমুখিতে বাংলাদেশের ১১ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় ৩৩টি। ফল হয়নি একটিতে। দুই দলের সর্বশেষ মুখোমুখিতে জয়ের আনন্দে হেসেছিল টাইগাররা। গত বছরের ডিসেম্বরে নেপিয়ারে নিউজিল্যান্ডকে ৯৮ রানে গুটিয়ে জিতেছিল ৯ উইকেটে। আট বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরেও জিতেছিল বাংলাদেশ। ২০১৭ সালে কার্ডিফে ব্ল্যাক ক্যাপসদের ৮ উইকেটে ২৬৫ রান টপকাতে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে ২২৪ রান যোগ করে বাংলাদেশকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিয়ে যান সাকিব আল হাসান-মাহমুদুল্লাহ জুটি। সেঞ্চুরি করেছিলেন দুজনে। ম্যাচসেরা সাকিব ১১৫ বলে ১১ চার ও এক ছক্কায় ১১৪ রান এবং মাহমুদুল্লাহ ১০২ রানে অপরাজিত ছিলেন ১০৭ বলে ৮ চার ও ২ ছক্কায়। নাজমুলরা আজ খেলবেন ভারতের বিপক্ষে হারের তিক্ত স্বাদ নিয়ে। নিউজিল্যান্ড খেলবে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাসে। টপ অর্ডারের ব্যর্থতায় ভারত ম্যাচে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন পুরোপুরি কোণঠাসা, সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে ২০৫ বলে রেকর্ড ১৫৪ রান যোগ করেন হৃদয় ও জাকের। হৃদয়ের ১০০ রানে ভর করে বাংলাদেশের সংগ্রহ ছিল ২২৮। শুভমান গিলের সেঞ্চুরিতে ভারত সেটা টপকে যায় ৪ উইকেট হারিয়ে। স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারায় নিউজিল্যান্ড। উইল ইয়াং ও টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান করে নিউজিল্যান্ড। পাকিস্তান অলআউট হয় ২৬০ রানে।
বাংলাদেশ আজ জিতলে টিকে থাকবে আশা। নিউজিল্যান্ড জিতলে প্রায় নিশ্চিত হবে দলটির সেমিফাইনাল।