প্রতি বছরের ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। তবে এদিন সরকারি ছুটি থাকবে না। দিনটি ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। যথাযথভাবে দিবসটি পালনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকান্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। শোকাবহ ও হৃদয়বিদারক দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হলো। এর আগে ২৯ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ পরিবারের সদস্যরা ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঘটিত পিলখানা হত্যাকান্ডে প্রকৃত দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তির দাবির পাশাপাশি এ দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছিলেন।