স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, নতুন বাংলাদেশে পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক।
আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যে, কারা এটার পেছনে জড়িত আছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদী সময়ের মতো ক্যাম্পাসে ছাত্রদের ওপর নিপীড়ন, গেস্টরুমে-গণরুমে নির্যাতন আর ফিরে আসবে না। ছাত্ররাজনীতির নেতিবাচক বিষয়গুলো যাতে আর কখনোই ফিরে না আসে সেজন্য ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সবার প্রতি আহ্বান জানাই।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সঠিকভাবে তদন্ত হওয়ার পূর্ব পর্যন্ত এটা বলা উচিত হবে না যে আসলে কারা এটা ঘটিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে বলেছি। ভিডিও ফুটেজ, ছবি দেখে চিহ্নিত করতে বলেছি যে, কারা এর সঙ্গে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে। জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
আসিফ মাহমুদ আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, সেজন্য দলটিকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে। বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।