বাগেরহাটের মোংলার দক্ষিণ চিলা এলাকায় আগুনে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে মো. তৈয়বুর রহমানের ঘরটির সবকিছুই পুড়ে যায়।
ঘটনার পর বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ছুটে যান পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র এবং মোংলা–রামপাল–ফকিরহাট আসনের মনোনয়নপ্রত্যাশী মো. জুলফিকার আলী। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তৈয়বুর রহমানের হাতে নগদ অর্থ, কাপড়চোপড়, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
জুলফিকার আলী জানান, আগুনের খবর পেয়ে তারা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে।’
ইতিমধ্যে ঘর নির্মাণে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন চিলা ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।
সহায়তা কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন