ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ বালুমহাল পরিচালনায় জড়িত এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের অংশ হিসেবে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই ইউনিয়নের নাসিরাবাদ বালুমহালের পাশে তফসিলবহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত নাসিরাবাদ গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে ডালিম মিয়াকে (৩৪) দোষী সাব্যস্ত করে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৫ মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ডের অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিডি প্রতিদিন/কেএইচটি