বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, ক্রিকেটকে শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দিতে চায় বিসিবি। এ জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌরসভার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আসিফ আকবর বলেন, এই স্টেডিয়ামটি অনেক ভালো পর্যায়ে রয়েছে তাই ক্রিকেটের দিক থেকে ঠাকুরগাঁও নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কার সহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শীঘ্রই বিসিবির মাধ্যমে পাবে এমন আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিসিবি পরিচালক হাসানুজ্জামান,সদস্য সচিব আরমানুল ইসলাম, জাতীয় ক্রিকেট কোচ ও এ্যানালিস্ট বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের রাশেদ ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠাকুরগাঁও জেলা ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাত প্রমূখ।
বিডি-প্রতিদিন/সুজন