প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদী গান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ‘দিনাজপুরের বিক্ষুব্ধ শিল্পী, সাহিত্যিক ও খেলোয়াড়বৃন্দ’-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সংগীত ও শরীরচর্চা শিক্ষা প্রাথমিক পর্যায়ে শিশুর মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত সংস্কৃতি ও শিক্ষার প্রতি অবহেলার শামিল। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সাবেক অধ্যক্ষ হাবিবুল ইসলাম, উদিচি শিল্পীগোষ্ঠী দিনাজপুর শাখার সভাপতি অধ্যাপক জলিল আহমেদ ও সাধারণ সম্পাদক সুজন কুমার দে।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগীত শিল্পী কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. মাসুদা খাতুন, ভৈরবীর সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক, মহিলা পরিষদের সাবেক সভাপতি কানিজ রহমান, সুইহারী সংগীত নিকেতনের পরিচালক সনদ চক্রবর্তী লিটু, গবেষক ও লেখক আজহারুল আজাদ জুয়েল, সংস্কৃতিকর্মী পল্লব সরকার প্রমুখ।
মানববন্ধন শেষে শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন এবং সংস্কৃতি ও খেলাধুলা শিক্ষক নিয়োগ পুনর্বহালের দাবি জানান।
বিডি-প্রতিদিন/সুজন