জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেছেন, গাজা অঞ্চলে যে যুদ্ধবিরতি হয়েছে তা মোটেও টেকসই নয়। এই যুদ্ধবিরতি বজায় রাখতে সতর্ক থাকা জরুরি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা সমস্যার মূল সংকট সমাধানের দিকে মনোযোগ দিতে হবে।
নেবেনজিয়া রিয়া সংবাদমাধ্যম নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গাজায় দুই বছর ধরে ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। ধন্যবাদ, যুদ্ধবিরতি হয়েছে। তবে এটি অত্যন্ত অস্থিতিশীল; আমরা সহজভাবে ভাবতে পারি না। এই সংঘর্ষবিরতি বহাল রাখতে হবে।
তিনি আরও উল্লেখ করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বি-রাষ্ট্র ভিত্তিক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অটুট থাকতে হবে। রাশিয়া এ ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থিত সূত্র অনুযায়ী স্থায়ী সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। যেখানে ১৯৬৭ সালের সীমানার মধ্যে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং পূর্ব জেরুসালেম হবে তার রাজধানী।
অপরদিকে, আল-কাসাম ব্রিগেডস দাবি করেছে, গাজায় সংঘর্ষবিরতির সকল লঙ্ঘনের জন্য পুরোপুরি দায়ী ইসরায়েলি দখলদার বাহিনী।
সূত্র: আল মায়াদিন
বিডি প্রতিদিন/নাজমুল