যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, আমি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হতে পারলে শার্শাকে মাদকমুক্ত করবো। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, বেনাপোল স্থলবন্দরকে আধুনিকায়ন এবং বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেব।
সোমবার শার্শার বালুন্ডা ওয়ার্ড বিএনপির আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলাম।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, একটি দলের নেতারা আজ প্রতিবেশী দেশের প্রেসক্রিপশনে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা কথিত গণভোটের নামে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। ইসলামি রাজনীতি নিয়ে যদি তারা বাড়াবাড়ি করে, তবে বিএনপি কর্মীরা বসে থাকবে না।
তিনি আরও বলেন, এ দেশের মানুষ আর কারও ছলচাতুরীতে পড়বে না। জনগণ আজ ঐক্যবদ্ধ। তারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমান, বিএনপি নেতা মশিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল