জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর আসছেন ঢাকায়। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট ও ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশি ভক্তদের উদ্দেশে আহাদ বলেন, ‘হাই বাংলাদেশ, আমি আহাদ। তোমাদের সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
ভিডিওর ক্যাপশনে তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশ, তোমাকে দেখতে দিন গুনছি আমি।’
আহাদের এই সফরের খবর ছড়িয়ে পড়তেই সামাজিকমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে। অনেকে মন্তব্য করছেন, ‘প্রিয় তারকাকে কাছ থেকে দেখার অপেক্ষায় আছি।’
জানা গেছে, আহাদ রাজা মীর ঢাকায় আসছেন একটি সানগ্লাস ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। তবে তার সফরের নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
টেলিভিশন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শক্তিশালী অভিনয়ের জন্য খ্যাত আহাদ রাজা মীর ‘ইয়াকিন কা সফর’ ও ‘এহদ-এ-ওয়াফা’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেন।
দক্ষিণ এশিয়ার সীমা ছাড়িয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পেয়েছেন। বিশেষ করে নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান এই তরুণ অভিনেতা।
বিডি-প্রতিদিন/আশফাক