বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের খ্যাতি বিশ্বজোড়া। পাশাপাশি বিপুল পরিমাণ অর্থসম্পদের মালিকও তিনি। অভিনয়ে প্রশংসা কুড়ালেও, এবার হলেন কটাক্ষের শিকার। তবে সেটা অভিনয়ের জন্য নয়, বরং বিশেষ দিবসে বাড়ির কর্মচারীদের উপহার দিয়ে নেটাগরিকদের একাংশের তোপের মুখে পড়লেন বিগ বি।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও থেকে জানা যায়, এবার দিওয়ালি উপলক্ষে জলসার কর্মচারীদের ১০ হাজার টাকা বোনাসের সঙ্গে এক বাক্স মিষ্টি উপহার দিয়েছেন অমিতাভ। আর তাতেই শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। এ ঘটনায় বলিউড শাহেনশাকে ‘কিপটে’ বলে খোঁটা দিলেন একাংশ।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অমিতাভের জুহুর ‘জলসা’ বাংলোর বাইরে নিরাপত্তাকর্মীরা হাতে মিষ্টির বাক্স নিয়ে দাঁড়িয়ে আছেন। জনৈক ভ্লগার তাদের উদ্দেশে প্রশ্ন ছোড়েন, আর কী দিলেন বচ্চনরা? হাসিমুখে ওই কর্মী জানান, প্রত্যেক কর্মীকে এক বাক্স মিষ্টির সঙ্গে ১০ হাজার টাকা করে দিয়েছেন। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু।
কারও মন্তব্য, নিজে কোটিপতি হয়ে পুজোর দিনে গৃহকর্মীদের মোটে ওই কটা টাকা বোনাস দিলেন! কেউ বা বললেন, বলিউডের সবথেকে বড় তারকা অমিতাভ বচ্চন এক বাক্স মিষ্টি আর ১০ হাজার টাকাতেই দিওয়ালি বোনাসের দায় সারলেন। আবার কারও কটাক্ষ, খুব খারাপ। দিনরাত এককরে ওরা আপনাদের সেবা করে। আর কটা টাকা বেশি দিলে কী হতো? কারও বক্তব্য, মুম্বাইয়ের মতো জায়গায় দশ হাজার টাকা বোনাস হিসেবে যথেষ্ট নয়। ছিঃ, ভীষণ লজ্জাজনক! একাংশ আবার মনে করিয়ে দিলেন, দিওয়ালিতে সবাই কর্মীদের দ্বিগুণ বেতন দেয়। অন্তত ২০-২৫ হাজার টাকা তো বোনাস পায়ই। কিন্তু এত বড় মাপের তারকা হয়েও উনি কী কিপটে!
এরকম অসংখ্য কটূক্তিতে ছেয়ে গেছে নেটপাড়া। এই বিতর্কের মাঝেই কেউ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন, অমিতাভ বচ্চন বছরের পর বছর ধরে অসংখ্য মানুষের পাশে থেকেছেন, তাই একটা ভিডিও দেখে বিচার করা উচিত নয়।
যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি অমিতাভ কিংবা তার পরিবার।
বিডি প্রতিদিনে/কেএইচটি