চুয়াডাঙ্গার দামুড়হুদায় বোনের দাফনে এসে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ডুগডুগি গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে বোনের মৃত্যু হয়।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় ডুগডুগি গ্রামের নূরু মিয়ার স্ত্রী শিরিনা খাতুন (৫০) মৃত্যুবরণ করেন। ভোরে খবর পেয়ে শিরিনার বড় ভাই নিজাম উদ্দিন (৬০) একই উপজেলার আকন্দবাড়ীয়া গ্রাম থেকে ছুটে আসেন। কিন্তু বোনের লাশ দেখার সাথে সাথেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিজাম উদ্দিন আকন্দবাড়ীয়া গ্রামের মৃত জানবার মন্ডলের ছেলে। ভাই-বোনের পরপর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বোন শিরিনা খাতুনকে ডুগডুগি কবরস্থানে এবং ভাই নিজাম উদ্দিনকে আকন্দবাড়ীয়া গ্রামে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম