নভেম্বরে পর্দা উঠতে যাওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য আকবর আলীকে অধিনায়ক করে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, জিসান আলমের মতো ক্রিকেটাররা। এছাড়া, আছেন অভিজ্ঞ আবু হায়দার রনি, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মারদের একজন মোসাদ্দেক। ডিপিএল কিংবা এনসিএলের মতো টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ মিলছে না তার। ডিপিএলের সবশেষ আসরে আবাহনীকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি বোলিংয়ে ১৬ ম্যাচে ৩০ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া, ব্যাটিংয়ে করেছিলেন ১৪ ম্যাচে ৪৮৭ রান। এমন পারফরম্যান্সের পরও ওয়ানডে দলে জায়গা হয়নি মোসাদ্দেকের।
গত শ্রীলঙ্কা সফরের আগে তাকে ওয়ানডে দলে ফেরানোর জোরালো দাবি উঠলেও শেষপর্যন্ত সেটি হয়নি। তবে গত মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি। কয়েকদিন আগে শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা বিভাগের হয়ে দুইটি হাফ সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। ছয়টি উইকেটও নিয়েছিলেন তিনি।
২০২২ সালের নভেম্বর থেকে জাতীয় দলের জার্সিতে গায়ে জড়াতে পারেননি মোসাদ্দেক। তবে হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। প্রথমবারের মতো সেই টুর্নামেন্টে যাচ্ছেন তিনি। গত মৌসুমে খেলা আবু হায়দার, জিসান ও সাইফউদ্দিনও যাচ্ছেন আগামী আসর খেলতে। গত বছর ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করেছিলেন জিসান। এছাড়া, বোলিংয়ে ৬ উইকেট পেয়েছিলেন তরুণ এই ওপেনার।
২০২৪ সালে চার ম্যাচ খেলে তিনটি উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে খেলা অলরাউন্ডারকে হংকংয়ে পাঠাচ্ছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে পারফর্ম করছেন আকবর। তিনিও খেলবেন সেই টুর্নামেন্টে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে যাচ্ছেন রাকিবুল। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিনের সঙ্গে থাকছেন তোফায়েল। ৭ নভেম্বর শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টের ফাইনাল ৯ নভেম্বর। হংকংয়ের তিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে হবে ম্যাচগুলো।
বাংলাদেশের স্কোয়াড : আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার রনি, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ।
বিডি প্রতিদিন/কেএ