বান্দরবানের রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে অননুমোদিত কাঠ ও ফার্নিচার জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত যানবাহন তল্লাশির সময় ফার্নিচারবাহী একটি কাভার্ড ভ্যানকে সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় দেখা যায়, অনুমোদিত নথির তুলনায় ভ্যানে অতিরিক্ত পরিমাণ কাঠ ও ফার্নিচার বহন করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী খোরশেদ আলম প্রতারণার মাধ্যমে ‘নাজমিন আক্তার’-এর নামে ভুয়া অনুমোদনপত্র তৈরি করে এসব কাঠ ও ফার্নিচার পাচার করছিলেন।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪টি বক্স খাট, ৪টি ড্রেসিং টেবিল, ১টি ওয়াল শোকেস, ১২টি চেয়ারসহ ১টি ডাইনিং টেবিল, ২টি আলনা, জলম কাঠের ২ সেট, ১২টি দরজার পাল্লার কাঠসহ অন্যান্য আসবাবপত্র।
সেনাবাহিনী জানায়, জব্দকৃত কাভার্ড ভ্যান ও মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ