চুয়াডাঙ্গায় ছেলের আকস্মিক মৃত্যু সহ্য করতে না পেরে রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ছকিনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা মা। তবে ট্রেনচালকের তাৎক্ষণিক দক্ষতার কারণে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের চালক এ ঘটনায় দ্রুত ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। এরপর স্থানীয়রা ছকিনা খাতুনকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত সালেহার বিশ্বাসের ছেলে স্কুলশিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ছেলের এমন আকস্মিক মৃত্যুসংবাদ শুনে হাসপাতালে থাকা মা ছকিনা খাতুন মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তিনি চলে যান চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে ফার্মপাড়া রেলগেটের কাছে এবং আত্মহত্যার উদ্দেশ্যে রেললাইনে শুয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশন ছেড়ে অল্প দূর যাওয়ার পরই চালক বৃদ্ধাকে রেললাইনের দিকে যেতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত জরুরি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। এর কিছুক্ষণ পরই স্থানীয়রা দৌড়ে এসে বৃদ্ধাকে রেললাইন থেকে সরিয়ে নিরাপদে উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির এসআই জগদীশ কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যান। ট্রেনচালকের সময়োচিত সিদ্ধান্তের কারণেই তার প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ