বলিউডে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী অনীত পড্ডার। বক্স অফিসে সাড়া জাগানো ‘সাইয়ারা’ সিনেমায় নজর কাড়া এই অভিনেত্রী এবার নাম লিখিয়েছেন একটি হরর-কমেডি ঘরানার ছবিতে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ম্যাডক ফিল্মসের নতুন হরর-কমেডি সিনেমা ‘শক্তি শালিনী’-তে অভিনয় করবেন অনীত পড্ডার। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৪ ডিসেম্বর।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’ সিনেমার এক বিশেষ ভিডিও বার্তায় ম্যাডক ফিল্মস তাদের পরবর্তী প্রজেক্ট হিসেবে ‘শক্তি শালিনী’র ঘোষণা দেয়, যেখানে অনীতের নামও প্রকাশ করা হয়।
সোশ্যাল মিডিয়ায় আয়ুষ্মান খুরানা অনীতকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবের মেয়ে হিসেবে তুমি আমাদের গর্বিত করছো। তোমার স্বপ্নপূরণের যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ‘শক্তি শালিনী’-তে তোমাকে দেখতে মুখিয়ে আছি।”
উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিনেমায় প্রথমে কিয়ারা আদভানির অভিনয় করার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে অনীত পড্ডারকে চূড়ান্ত করা হয়।
রেবতীর ‘সালাম ভেঙ্কি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনীতের, তবে দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছেন রোম্যান্টিক-মিউজিক্যাল ‘সাইয়ারা’ সিনেমায় আহান পাণ্ডের বিপরীতে অভিনয় করে।
বিডি প্রতিদিন/মুসা