যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনা কার্যকর হওয়া নিয়েও তাই শঙ্কা দেখা দিয়েছে।
বুধবার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান গাজার কেন্দ্র, উত্তারাঞ্চল ও রাফার দক্ষিণ অংশে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।
বাসাল বলেছেন, ১২ ঘণ্টারও কম সময়ে দখলদার বাহিনী গাজার বেসামরিক নাগরিকদের ওপর রোমহর্ষক গণহত্যামূলক হামলা চালিয়েছে। তারা শতাধিক মানুষকে হত্যা করেছে। যাদের মধ্যে ৩৫ জনই শিশু। তাদের মানবতাবিরোধী অপরাধসমূহ রেকর্ড করা হচ্ছে।
ইসরায়েল গাজা সিটি, খান ইউনিস ও মধ্যাঞ্চলীয় শরণার্থী শিবির, বাড়িঘর, তাঁবু ও হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। চিকিৎসাকর্মীরা সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকেই গুরুতর আহত অবস্থায় আছেন। কেউ কেউ আবার ধ্বংসস্তুপের নিচে আটকে পড়েছেন। ১২ ঘণ্টা বোমা হামলা চালানোর পরও ইসরায়েল দাবি করছে তারা যুদ্ধবিরতি মেনে চলছে।
গাজার সিভিল ডিফেন্স যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করতে দ্রুতই যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। সেই সাথে তারা ত্রাণ সরবরাহের জন্য মানবিক করিডোর চালু করার আহ্বানও জানিয়েছে। মেডিকেল দল পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে কাজ শুরু করার আহ্বানও জানিয়েছে তারা।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল