বিনোদন জগতের আলোচিত ও জনপ্রিয় রিয়েলিটি শোগুলোর একটি ‘লাক্স সুপারস্টার’। বহু প্রতিভাবান মুখ এই মঞ্চ থেকে উঠে এসেছেন এবং প্রতিষ্ঠিত হয়েছেন দেশের প্রথম সারির তারকা হিসেবে।
সেই প্রতিযোগিতা এবার ফিরছে সাত বছর পর, একদম নতুন রূপে, নতুন ফরম্যাটে এবং নতুন মাত্রা নিয়ে। আগের চেয়ে এবার আয়োজন আরও বড়, বিচার-বিবেচনার ক্ষেত্রও হয়েছে আধুনিক। শুধু রূপ নয়, এবার অভিনয় দক্ষতা, স্টাইলিং সেন্স এবং কনটেন্ট নির্মাণের প্রতিভাও থাকবে মূল ফোকাসে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে নতুন কাঠামো, যেখানে প্রতিযোগীরা পাবেন নিজেদের পরিপূর্ণভাবে তুলে ধরার সুযোগ।
রূপ নয়, এবার মূল বিচার প্রতিভা
এবারের লাক্স সুপারস্টারে বিচারকরা খুঁজে বের করবেন এমন মুখ, যাদের মধ্যে আছে মেধা, আত্মবিশ্বাস ও নিজেকে প্রমাণ করার জেদ। অভিনয়ের ক্ষেত্রে কেবল সংলাপ মুখস্থ করাই নয়, বরং চরিত্রের ভেতর ঢুকে তাকে অনুভব করার কৌশল শেখানো হবে।
স্টাইলিংয়ে দেখা হবে প্রতিযোগীর উপস্থিতি, পোশাক নির্বাচন, হাঁটার ভঙ্গি, এমনকি কথাবার্তার ধরনও—সবকিছু। কারণ একজন তারকা শুধু অভিনয় দিয়ে নয়, বরং পুরো ব্যক্তিত্ব দিয়েই দর্শকদের মন জয় করেন।
সবচেয়ে উল্লেখযোগ্য নতুন সংযোজন ডিজিটাল কনটেন্ট নির্মাণ। বর্তমান যুগে একজন শিল্পীর আত্মপ্রকাশে সোশ্যাল মিডিয়া ও কনটেন্ট তৈরি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগীরা শিখবেন কীভাবে নিজেই নিজের চিন্তা ও সৃজনশীলতা দিয়ে তৈরি করবেন আকর্ষণীয় ভিডিও, যা পৌঁছাবে হাজার হাজার দর্শকের কাছে।
বিচারকের আসনে তারকারা
এই মৌসুমে বিচারকের দায়িত্বে থাকছেন দেশের তিন জনপ্রিয় মুখ—অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, জয়া আহসান এবং নির্মাতা রায়হান রাফী।
২০০৯ সালে লাক্স সুপারস্টার বিজয়ী হয়ে মিডিয়াতে পথচলা শুরু করেন মেহজাবীন। এখন তিনি নিজেই প্রতিষ্ঠিত একজন অভিনয়শিল্পী। এই শো নিয়ে তিনি বলেন, “এই মঞ্চটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বিচারক হিসেবে এবার আমি চাই প্রতিযোগীরা নিজেদের শক্তিটা আবিষ্কার করুক।”
অন্যদিকে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সমান জনপ্রিয় জয়া আহসান বলেন, “এই প্ল্যাটফর্ম একজন নারীর জন্য আত্মবিশ্বাস তৈরি করার জায়গা। নিয়মিত অভিনয়ের প্রশিক্ষণ না থাকলেও এই মঞ্চ নতুনদের সামনে বড় সুযোগ তৈরি করে।”
নির্মাতা রায়হান রাফী বলেন, “আমি এমন মুখ খুঁজি যাদের চোখে গল্প থাকে। লাক্স সুপারস্টার সেই প্রতিভা খুঁজে বের করার জায়গা।”
যারা এই মঞ্চ থেকে আজকের তারকা
এই প্রতিযোগিতা থেকেই উঠে এসেছেন আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, জাকিয়া বারী মম-এর মতো বহু পরিচিত মুখ। তারা এখন নাটক, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করে যাচ্ছেন। এবারও কারও জীবন বদলে যাবে—একজন সাধারণ তরুণী হয়ে উঠবেন পরবর্তী সুপারস্টার।
রেজিস্ট্রেশন চলছে
রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৯ মে ২০২৫ থেকে, চলবে ১২ জুন ২০২৫ পর্যন্ত। বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর। অংশ নিতে হলে ভিজিট করতে হবে www.luxsuperstar.com ওয়েবসাইটে। পাশাপাশি নির্দিষ্ট ক্যাম্পাস ও লোকেশনেও অফলাইন রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে।
এই মঞ্চ থেকে একজন প্রতিযোগী যেমন শিখবেন অভিনয়, স্টাইল ও কনটেন্ট মেকিং—তেমনি পাবেন সফল হওয়ার পথ দেখানো মেন্টরদের দিকনির্দেশনা।
বিডি প্রতিদিন/মুসা/বিজ্ঞপ্তি