ব্রেন ক্যান্সারে মারা গেছেন জনপ্রিয় টিকটকার আনা গ্রেস ফেলান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৯ বছর। গত শনিবার তার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে একটি বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। খবর নিউইয়র্ক পোস্টের।
পরিবারের পক্ষ থেকে প্রকাশিত ওই বার্তায় বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, আমাদের প্রিয় মেয়ে আনা গ্রেস ফেলান প্রভু ও ত্রাণকর্তার সান্নিধ্যে চলে গেছেন।”
আনা গ্রেসের অনুসারীদের উদ্দেশে বার্তায় আরও বলা হয়, “আপনাদের অনেকেই তার ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের সময় তাকে অনুসরণ করেছেন এবং তার দৃঢ় বিশ্বাসের সাক্ষী হয়েছেন। তার সুস্থতা ও শান্তির জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ।”
এদিকে আনা গ্রেসের মৃত্যুবার্তা অনুযায়ী, বৃহস্পতিবার জর্জিয়ার জ্যাকসন কাউন্টির গ্যালিলি খ্রিস্টান চার্চে শেষকৃত্যু অনুষ্ঠিত হবে এ টিকটকারের। তারপর গ্যালিলি খ্রিস্টান চার্চ কবরস্থানে দাফন করা হবে তাকে।
এর আগে, গত সেপ্টেম্বরে এই টিকটক তারকা তার অনুসারীদের কাছে ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের কথা প্রকাশ করেছিলেন। কলেজের প্রথম বর্ষ শুরুর কয়েক দিন আগে তার এই রোগ শনাক্ত হয়েছিল।
বিডি-প্রতিদিন/শআ