আসন্ন ঈদুল আজহায় অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ইনসাফ’-এ একেবারে নতুন ও ভয়ংকর রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এরই মধ্যে সিনেমাটির দ্বিতীয় পোস্টার প্রকাশ পেয়েছে, যা দেখে চমকে উঠেছে ভক্ত-অনুরাগীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন পোস্টারে মোশাররফ করিমকে দেখা যায় এক স্টোর রুমে দাঁড়িয়ে। হাতে কুড়াল, ঘাড়ে ঝুলছে স্টেথোস্কোপ, আর তার পরনে থাকা পোশাকে লেগে আছে রক্তের দাগ—সব মিলিয়ে এক ভয়ংকর চরিত্রের ইঙ্গিতই দিচ্ছে পোস্টারটি।
সিনেমার পরিচালক সঞ্জয় সমদ্দার পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ।’
এই সংলাপের পর থেকেই নেটিজেনদের মাঝে গুঞ্জন—মোশাররফ করিম এবার হাজির হচ্ছেন এক ভয়ংকর ডাক্তারের চরিত্রে, যে শাস্তি দেয় নিজের নিয়মে।
শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ থাকছেন সিনেমার মূল নায়ক-নায়িকা চরিত্রে। ঈদুল আজহার সিনেমা বাজারে 'ইনসাফ' ইতোমধ্যেই আলোচনায়, পোস্টার প্রকাশের পর সেই আগ্রহ বেড়েছে বহুগুণ।
প্রসঙ্গত, এটি সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় পরিচালিত সিনেমা। ঈদের বড় পর্দায় ‘ইনসাফ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।
বিডি প্রতিদিন/মুসা