মাদককাণ্ডে জড়িয়ে গ্রেফতার হয়েছেন দক্ষিণ ভারতীয় তথা মালায়ালাম চলচ্চিত্র শিল্পের অভিনেতা শাইন টম চাকো। ২০১৫ সালে কোকেন মামলায় তিনি সম্প্রতি খালাস পেয়েছিলেন। এবার দ্বিতীয় মামলায় গ্রেফতার হলেন এই অভিনেতা।
পুলিশ জানিয়েছে, চাকোকে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের ধারা ২৭ (মাদক সেবন) এবং ধারা ২৯ (মাদক ব্যবহারের ষড়যন্ত্র)-এর অধীনে গ্রেফতার করা হয়েছে। যদিও পরে তাঁর জামিন পেয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, গত বুধবার রাতে কোচির একটি হোটেলে পুলিশ অভিযান চালায়। এ সময় চাকো পালানোর চেষ্টা করেন। হোটেলে পুলিশ তল্লাশি চালাচ্ছে দেখে তৃতীয় তলা থেকে লাফ দেন অভিনেতা এবং পালানোর চেষ্টা করেন। যদিও অভিযানে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি, তবে তাঁর পালানোর চেষ্টা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে দেয়।
হোটেলের সিসিটিভি ফুটেজে চাকোকে হোটেল থেকে দৌড়ে বের হতে দেখা যায়। পুলিশ এরপর অভিনেতাকে আইনি নোটিশ পাঠায়। পরে শনিবার সকালে এর্নাকুলাম নর্থ পুলিশ স্টেশনে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজির হন অভিনেতা।
একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে অভিনেতাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বিরুদ্ধে যত অভিযোগ ছিল, সবই অস্বীকার করেন তিনি। হোটেলে থাকার কথা স্বীকার করলেও চাকোর দাবি, তিনি বুঝতে পারেননি যে পুলিশ অভিযান চালাচ্ছে। ভয় পেয়ে তিনি পালিয়ে যান। তাঁর পালানোর ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল।
বিডি প্রতিদিন/আশিক