২০০৭ সালে মুক্তি পাওয়া আমির খান অভিনীত চলচ্চিত্র ‘তারে জামিন পার’ ছিল এক ইমোশনাল রাইড। শিশুদের মনস্তত্ত্বভিত্তিক এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। ২০ বছর পর সেই চলচ্চিত্রের সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন আমির খান। নাম ‘সিতারে জামিন পার’। তবে এবার দর্শককে কাঁদাবে না, হাসাবে।
নতুন ছবিতে আমির খান ও দর্শিল সাফারী আবারও একসঙ্গে অভিনয় করছেন। তবে সিনেমার গল্প ও চরিত্র একেবারেই নতুন। বহুদিন পর এই সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ফিরছেন জেনেলিয়া। জানা গেছে, এটি হবে একধরনের কমেডি-নাট্যধর্মী ছবি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, “এখন আমি ‘সিতারে জামিন পার’ সিনেমা নিয়ে ব্যস্ত। প্রতিদ্বন্দ্বী মানুষের গল্প আবারও উঠে আসবে এই সিনেমায়।”
তিনি আরও যোগ করেন, “‘তারে জামিন পার’ যেমন আপনাদের কাঁদিয়েছিল, এই ছবিটি আপনাদের হাসাবে। ছবিটি কমেডির মোড়কে তৈরি, তবে দুই সিনেমার মূল বিষয়বস্তু একই। আমার চরিত্রেও কিছু পরিবর্তন এসেছে—আগে ছিল নিকুম্ব, এবার চরিত্রের নাম গুলশান।”
এই চরিত্রটি সম্পূর্ণ বিপরীতধর্মী। আমির জানান, “নিকুম্ব একজন সংবেদনশীল শিক্ষক ছিলেন। কিন্তু গুলশান চরিত্রটি রূঢ় ও অভদ্র। সে সবার সঙ্গে ঝগড়া করে, অপমান করে, এমনকি নিজের স্ত্রী ও মায়ের সঙ্গেও ভালো ব্যবহার করে না।”
চরিত্র প্রসঙ্গে আরও বলেন, “গুলশান একজন বাস্কেটবল কোচ, যিনি নিজের সিনিয়র কোচকেও মারধর করেন। তবে সে ইচ্ছা করে নয়, ভেতরে অনেক সমস্যার কারণে এমন আচরণ করে। গল্প যত এগোবে, তত সমস্যার সমাধান মিলবে। সেই বদলের গল্পই তুলে ধরা হয়েছে সিনেমায়।”
প্রসঙ্গত, ‘সিতারে জামিন পার’ স্প্যানিশ চলচ্চিত্র ‘চ্যাম্পিয়ন্স’-এর রিমেক। এর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে। আপাতত সিনেমার কাজ চলছে পুরোদমে। ছবির মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালেই ছবিটি মুক্তি পাবে।
বিডি প্রতিদিন/আশিক