টানা কয়েকদিনের প্রচণ্ড গরম ও তীব্র দাবদাহের পর পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি হয়।
হঠাৎ বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে এলাকায়। অনেকেই একটু প্রশান্তির জন্য গাঁ ভিজিয়েছেন বৃষ্টিতে। এ ছাড়া সোমবার রাতে সমুদ্র উপকূলীয় এ উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকায় আগামী এক থেকে দুই দিন বিক্ষিপ্তভাবে আরও বৃষ্টিপাত হতে পারে। তবে পাঁচদিন পর ফের তাপপ্রবাহ শুরু হতে পারে।
বিডি প্রতিদিন/এমআই