ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশে না যাওয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) নিহত আবদুল গফুরের স্ত্রী শিল্পী বেগম মামলাটি করেন।
ফুলবাড়িয়া থানার ওসি মো. রোকনুজ্জামান জানান, মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার তিনজন হলেন উপজেলার পলাশীহাটা গ্রামের মো. রিপন (৩২), নাওগাঁও গ্রামের মো. মোজাম্মেল হক (৬৫) ও এক কিশোর (১৩)।
ওসি আরও জানান, সালিশে না যাওয়াকে কেন্দ্র করে বাড়িতে গিয়ে গণপিটুনি দিয়ে বাবা-ছেলেকে হত্যা করা হয়, মামলার এজাহারে সেটিই উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে, গত রবিবার দুপুরে সালিশে উপস্থিত না থাকায় উপজেলার নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও দক্ষিণপাড়া গ্রামে বাবা আব্দুল গফুর ও ছেলে মেহেদী হাসানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মেহেদী হাসানের বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্য সেবন, বিক্রি ও চুরির অভিযোগ ছিল।
বিডি প্রতিদিন/মুসা