এমনিতেই মসৃণ ছাল, তার ওপর মাখিয়ে দেওয়া হয়েছে তেল। কলাগাছ বেয়ে উঠতেই ফের নিচে নেমে যাচ্ছেন প্রতিযোগীরা। বাংলা নববর্ষ ও বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সোমবার দুপুরে উপজেলা প্রশাসন মাঠে প্রায় ১৫ ফুট উচ্চতার কলাগাছে তেল মাখিয়ে দেয় আয়োজক কর্তৃপক্ষ।
পরে একের পর এক প্রতিযোগী সেই কলাগাছ বেয়ে কলসি নামানোর খেলায় মেতে ওঠেন। এতে কমপক্ষে ৫ জন প্রতিযোগী অংশ নেন। এছাড়া বর্ষবরণকে ঘিরে অনুষ্ঠিত হয় হাডুডু, হাড়ি ভাঙ্গা ও হাস ধরা প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ঢল নামে বিভিন্ন বয়সী নারী-পুরুষের। এসব কিছুর আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বর্ষবরণ উদযাপনে আসা খোকন মন্ডল বলেন, এসব খেলা গ্রামবাংলার ঐতিহ্যবাহী। কিন্তু কালের বিবর্তনে এখন হাড়িয়ে যেতে বসেছে। এমন আয়োজন প্রশংসার দাবি রাখে।
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক এসকে রঞ্জন বলেন, বাংলা নববর্ষ ও বর্ষবরণ উপলক্ষে আমাদের ক্লাবের পক্ষ থেকে পান্তা-ইলিশ উৎসব আয়োজন করেছিলাম। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশ নেয় বর্ষবরণের শোভাযাত্রায়। তবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু, হাড়ি ভাঙ্গা, পুকুর থেকে হাস ধরা ও কলাগাছ বেয়ে কলসি নামানোর খেলা দেখে দর্শকও অনেক আনন্দ পেয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল