টেলিভিশনের ঈদ অনুষ্ঠানের সেরা আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে নগরকৃষকদের অংশগ্রহণে। কৃষকের ঈদ আনন্দ এবার আরো জমজমাট এর ব্যতিক্রমী ও মজার সব খেলাধূলায়।
নির্মাতা শাইখ সিরাজ বলেন, ‘১৯৯৭ সালের কিউয়োটো প্রটোকলে সিদ্ধান্ত নিয়ে ২০০০ সালে জাপানের টোকিও সিটিতে "Tokyo Green Roof Initiative" বাস্তবায়ন করা হয়। যেখানে বড় ভবনগুলোর ছাদে গাছ লাগানোকে করা হয় বাধ্যতামূলক। এর ফলে বছর কয়েকের মাঝেই টোকিও শহরের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের দেশেও ছাদকৃষি একটি সামাজিক বিপ্লব ঘটিয়ে দিয়েছে। গত শতাব্দীর আশির দশকে শুরু করেছিলাম বাসভবনের ছাদে কাজী পেয়ারা চাষের মাধ্যমে ছাদকৃষি কার্যক্রম। এরপর সময়ের সাথে সাথে বাসভবনের ছাদে তো বটেই, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এমনকি কারখানার ছাদেও ছাদকৃষির আয়োজন চলছে। বাংলাদেশে ৪৬ হাজার ১১০টি শিল্পকারখানা আছে। এর অর্ধেকও যদি সবুজ করা যায়, আনা যায় কৃষি উৎপাদনে প্রকৃতির যেমন উপকার হবে খাদ্য উৎপাদনেও রাখবে ভূমিকা। এই ছাদকৃষি আন্দোলনকে আরও গতিশীল করতে ছাদকৃষক তথা নগরকৃষকদের নিয়ে এবার শূন্যে আয়োজন করেছি কৃষকের ঈদ আনন্দ।”
‘কৃষকের ঈদ আনন্দ’প্রচার হবে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইতে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন