ঈদে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। খুনের হুমকির মধ্যেই এই সিনেমার শুটিং করেছেন সালমান খান। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একের পর এক খুনের হুমকি পেলেও ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে শুটিং করেছেন তিনি। কিন্তু প্রথমে পরিচালকের থেকে সিনেমার চিত্রনাট্য শুনেই চলে গিয়েছিলেন সালমান।
পরিচালক এআর মুরুগাদোস নিজেই জানিয়েছেন এই ঘটনার কথা। ৩০ মিনিট চিত্রনাট্য শুনেই উঠে চলে গিয়েছিলেন সালমান খান। পরে অবশ্য তিনি ফিরে আসেন। সালমান ফিরে এসে বলেন, আমি কিন্তু দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করি। আপনি পারবেন তো?
মহারাষ্ট্রে অক্ষয় কুমার অভিনীত ‘হলিডে’ সিনেমার শুটিং করছিলেন এআর মুরুগাদোস। তখনই সালমানের সঙ্গে তার প্রথম দেখা হয়। প্রথম সাক্ষাতেই ভাইজানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। ইতিবাচক উত্তর দিয়েছিলেন সালমান। তার কয়েক বছর পরে একটি কোরিয়ান সিনেমার রিমেক নিয়ে মুরুগাদোসের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সালমান খান। কিন্তু রাজি হননি পরিচালক। মুরুগাদোস স্পষ্ট জানিয়েছিলেন, নিজের লেখা চিত্রনাট্য ছাড়া বলিতারকাদের সঙ্গে কাজ করবেন না।
করোনা মহামারির সময়ে প্রযোজক সাজিদ নাদিওয়ালা দ্বারস্থ হন মুরুগাদোসের। এর ঠিক কয়েক মাস পরেই ‘সিকান্দার’-এর চিত্রনাট্য পড়ে শোনাতে সালমানের বাড়ি ‘গ্যালাক্সি’তে যান তিনি। চিত্রনাট্য শুনে ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি সালমান। শুধু প্রশ্ন করেছিলেন, পরিচালক টানা ১২ ঘণ্টা কাজ করতে পারবেন কিনা? এই প্রশ্ন শুনেই পরিচালক বুঝেছিলেন, চিত্রনাট্য পছন্দ হয়েছে ভাইজানের।
বিডি প্রতিদিন/কেএ