লা লিগার ম্যাচে রবিবার ভায়েকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। আক্রমণাত্মক খেললেও চূড়ান্ত সময়ে বলজালে রাখতে ব্যর্থ হওয়ায় শাবি আলোন্সোর দল পয়েন্ট হারিয়েছে।
ম্যাচের শুরু থেকেই রিয়াল আক্রমণে সক্রিয় থাকলেও তৃতীয় মিনিটে আর্দা গিলের দূরপাল্লার শটকে থামান গোলরক্ষক আউগুস্তো বাতাইয়া। এরপরও রিয়াল বারবার চেষ্টা করে, তবে ভিনিসিউস জুনিয়র, রাউল আসেন্সিও ও ফেদে ভালভার্দের সুযোগগুলোও কাজে লাগানো যায়নি।
দুই দলের মধ্যে প্রথমার্ধের বাকি সময় গোলের কোনো সুযোগ তৈরি হয়নি। দ্বিতীয়ার্ধেও রিয়াল চাপে রাখে ভাইয়েকানোকে, তবে জুড বেলিংহ্যাম এবং এদের মিলিতার শটগুলো বাতাইয়া রুখে দেন। যোগ করা সময়ে গিলেরও একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।
শেষ পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্রতে শেষ হয়। রিয়াল মাদ্রিদ এখন ১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুই নম্বরে রয়েছে ভিয়ারেয়াল ২৬ পয়েন্টে, আর শীর্ষস্থানীয় বার্সেলোনা ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে আছে।
বিডি প্রতিদিন/মুসা