গাজায় হামাসের হাতে প্রায় এক দশক ধরে আটকে থাকা ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোলদিনের দেহাবশেষ ইসরায়েলের হাতে তুলে দেয়া হয়েছে। ২০১৪ সালের যুদ্ধ চলাকালে একটি হামলায় ২৩ বছর বয়সে নিহত হন ওই ইসরায়েলি সেনা। এরপর থেকেই তার মরদেহ গাজায় হামাসের সশস্ত্র শাখার কাছে ছিলো।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দীর্ঘ সময়ের কৌশলগত কর্মকাণ্ডের মাধ্যমে হাদার মরদেহ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণের পর শিগগিরই ইহুদি ধর্মীয় নিয়ম অনুযায়ী তার দাফনের প্রস্তুতি চলছে।
চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস জানান, তারা গোলদিনের দেহ ফেরত দেবে। এর আগে হামাস প্রথম ধাপে ২০ জন জীবিত বন্দী এবং ২৮ জন নিহত বন্দীর মধ্যে ২৪ জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার পরিবারের এখন অন্তত তাকে ধর্মীয় রীতি অনুযায়ী বিদায় জানানোর সুযোগ হবে। যারা এখনও ফিরে আসেনি, তাদের সবাইকে ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিহত সকলের দেহ ফেরত আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত।
হাদার গোলদিনের পরিবার শনিবার এক বিবৃতিতে জানায়, পুরো জাতি অপেক্ষায় ছিলো হাদারকে ফিরিয়ে আনতে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল