রাজশাহীর মোহনপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক অটোচালক নিহত হয়েছেন। নিহতের নাম ফজলুর রহমান (৩৫), তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
ফজলুর রহমান স্ত্রী ও দুই ছেলের সঙ্গে রাজশাহীর আসাম কলোনীতে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর ফজলুর রহমান মোহনপুরের কেশরহাট শিয়ালকোলা এলাকায় যাত্রীবেশি অটোরিকসা চালাচ্ছিলেন। ছিনতাইকারীরা তার অটো ছিনতাই করতে গেলে বাধা দেয়ায় তাকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমান অটোরিকশা চালিয়ে কেশরহাট বাজার পর্যন্ত আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ফজলুর রহমান আহত হওয়ার পরও অটোরিকশা নিজেই চালিয়ে কেশরহাট পর্যন্ত আসেন এবং স্থানীয়দের জানাতে সক্ষম হন যে তাকে ছিনতাইকারীরা আক্রমণ করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করতে গিয়ে হত্যা করেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের পর রবিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে এবং পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/মুসা