সংগীতশিল্পী সালমা। সম্প্রতি প্রকাশ হয়েছে তার ‘বোকা মন’। এ ছাড়া নন্দিনী সিনেমায় গেয়েছেন তিনি। ‘নন্দিনী’ সিনেমায় গাওয়া গান নিয়ে তিনি বলেন, ‘বেশ বিরতির পর চলচ্চিত্রে আমার গাওয়া কোনো গান প্রকাশ পেয়েছে। গানটি গেয়েছিলাম পাঁচ বছর আগে। এটি শুনে মানুষ ভালো বলছে। যারা শুনেছেন, তারা বলেছেন অনেক দিন পর একটি ভালো গান শুনলাম। আমার সমসাময়িক অনেক শিল্পীই সিনেমায় গান করছেন।
সিনেমায় আমার কাজ একেবারেই কম। কারণ এই সময়ে সিনেমায় যারা সংগীত পরিচালক আছেন, তাদের সঙ্গে আমার খুব একটা যোগাযোগ নেই। সংগীত ক্যারিয়ারে ৩০টির বেশি সিনেমায় গান করার সুযোগ হয়েছে। এখন সিনেমার গানের প্রস্তাব খুব একটা পাচ্ছি না।’