একসময় কেউ জানত না, সবার প্রিয় ‘শামীম ভাইয়া’ একদিন হয়ে উঠবেন দেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, আর তাঁর ছাত্রী কনা হয়ে উঠবেন সংগীতাঙ্গনের বড় তারকা। সম্প্রতি শিক্ষক মোশাররফ করিমকে নিয়ে স্মৃতির খাতা মেলে অনেক কথা বলেছেন কনা। দশম শ্রেণিতে পড়ার সময় রাজধানীর নাখালপাড়ার ই-হক কোচিংয়ে ভর্তি হন তিনি। তখনই তাঁর শিক্ষক ছিলেন মোশাররফ করিম। কনা বলেন, ‘নামটা যদিও তখন ‘শামীম ভাইয়া’ হিসেবেই চেনা। বাংলা আর ইংরেজি পড়াতেন তিনি। কিন্তু ‘রাখি স্যার’ হিসেবে ছিলেন ছাত্রছাত্রীদের প্রিয়। আমি কিন্তু তেমন ভালো ছাত্রী ছিলাম না। প্রায়ই বকা খেতাম। একবার ক্লাস মিস করায় ডেকে আড় চোখে তাকিয়ে জিজ্ঞেস করেন- ‘তুমি কাল আসো নাই কেন?’ কনা জানান, বাংলা একাডেমিতে গান গাইতে গিয়েছিলেন, প্রতিযোগিতা ছিল। শুনেই মোশাররফ করিম বললেন, ‘তাহলে একটা গান শোনাও।’ ভয়ে ভয়ে গেয়েছিলেন ‘খোল খোল খোল বধূয়া’। শুনে প্রশংসা করে বলেন, ‘খুব ভালো গাইছ, যাও’। সেখান থেকেই বদলে যায় কনার অবস্থান- সময়মতো না এলেও সামনের বেঞ্চে বসার সুযোগ, ক্লাস শুরু হতো ‘ভক্তিমূলক গান’ দিয়ে। আজকের দিনে কনা আর মোশাররফ করিম দুই আলাদা জগতের দুই তারকা হলেও পুরোনো সেই শিক্ষক-ছাত্রীর সম্পর্ক রয়ে গেছে আগের মতোই। কনার ভাষায়, ‘এখন দেখা হলে শামীম ভাই চোখ বড় বড় করে তাকিয়ে বলেন, ‘কনা না? কত বড় হয়ে গেছ তুমি, এত বড় স্টার!’ এমনভাবে বলেন, যেন আমি উনার চেয়েও বড় স্টার!’ মজার ব্যাপার হলো, কনার গাওয়া প্রথম চলচ্চিত্রের হিট গান ‘লাজুক পাতার মতো লজ্জাবতী’ও ছিল মোশাররফ করিম অভিনীত ‘প্রজাপতি’ ছবির গান। যদিও সেই গানে অভিনয় করেছিলেন মৌসুমী ও জাহিদ হাসান, তবু স্মৃতির অদ্ভুত এক সংযোগ হয়ে গেছে। সেই ‘রাখি স্যার’ এখন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। আর সেই ছাত্রী কনা- আজকের গানের তারকা। সময় বদলায় কিন্তু কিছু সম্পর্ক মুছে যায় না। কনার চোখে মোশাররফ করিম আজও সেই মানুষ, যিনি গান শুনে বলেছিলেন- ‘খুব ভালো গাইছ, যাও’।
শিরোনাম
- নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা গ্রেফতার
- বিশ্বসেরা গবেষক তালিকায় শাবিপ্রবির ৭ শিক্ষক
- সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন
- আমিরাতের স্কুলে যে কারণে নিষিদ্ধ অনলাইন ডেলিভারির খাবার
- আজ বিশ্ব গন্ডার দিবস
- ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ
- বংশালে বিদ্যুৎস্পৃষ্টে বেকারি কর্মচারীর মৃত্যু
- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
- যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে ছাড় না দিলে আলোচনায় বসবে না কিম
- দেশের প্রেক্ষাগৃহে জাপানের ‘ডেমন স্লেয়ার’
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৫ ফিলিস্তিনি
- দেশে লুট হয়েছে ১৫ ব্যাংক
- লেবাননে ইসরায়েলি হামলায় চার মার্কিন নাগরিকসহ নিহত ৫
- আগারগাঁও-কল্যাণপুরে খাল ডিএনসিসির পরিষ্কার অভিযান
- রাজধানীতে ১২০টি পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার
- সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার
- এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনে নিষ্পত্তির নির্দেশ
- পিআর সম্পর্কে ধারণা নেই ৫৬ শতাংশ মানুষের
- ৪ দেশের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতির প্রতিক্রিয়ায় যা বললেন নেতানিয়াহু
- ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো পর্তুগালও
গায়িকা কনার শিক্ষক অভিনেতা মোশাররফ করিম
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর