একাধিক জনপ্রিয় নাটক- অনেক দিন পরে, প্রিয় প্রজাপতি, চলো হারিয়ে যাই, দেরি করে আসবেন, উইশ কার্ড, মিথ্যে প্রেমের গল্প, খোয়াবনামা, ফাঁন্দা ও এরপর ‘চোর’-এর ধারাবাহিক সাফল্যের পর এবার আসছে নতুন প্রেমের নাটক ‘খুঁজি তোকে’। বসুন্ধরা হাউজিং নিবেদিত নাটকটি নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা ইমরাউল রাফাত। চিত্রনাট্য ও গল্পও তার লেখা। এ নাটকটিতে সঞ্জু চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান আর অর্পা চরিত্রে সাদিয়া আয়মান। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবং সাবেরী আলম। গল্পে রয়েছে প্রেম, ভুল বোঝাবুঝি ও বিচ্ছেদের মিশেল- যা দর্শক হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা নির্মাতার। নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘অন্যান্য ফিকশন থেকে এটি একটু আলাদা। এর গল্পভাবনা, ক্যারেক্টারাইজেশন, চরিত্রের লুক, স্টোরি টেলিং থেকে শুরু করে প্রতিটি দৃশ্য একটু ফিল্মি স্টাইলে করেছি। প্রোডাকশনটা গতানুগতিক কাজ থেকে একটু অন্যরকম নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি, দর্শকদের কাছে কাজটি ভালো লাগবে।’ ‘খুঁজি তোকে’র শুটিং হয়েছে খুলনা ও বাগেরহাটের নান্দনিক লোকেশনে। এতে রয়েছে দুটি দৃষ্টিনন্দন অ্যাকশন দৃশ্য, যা পরিচালনা করেছেন সুফিয়ান। এ ছাড়া রোমান্টিক আবহে সুরের ছোঁয়া দিতে যুক্ত হয়েছে একটি গান- ‘সাথী রে’, যা গেয়েছেন আবীর বিশ্বাস। মেহেদী হাসান তামজীদের সংগীত পরিচালনায় গানটি লিখেছেন আবীর বিশ্বাস। নাটকটির গল্প নিয়ে ক্যাপিটাল ড্রামার হেড অব কনটেন্ট আনোয়ারুল আলম সজল বলেন, ‘খুঁজি তোকে’ পরিপূর্ণ প্রেমের গল্প। কাজটি এতটাই গোছানো ও সিনেমাটিকভাবে নির্মিত হয়েছে, ‘প্রথমবার দেখেই আমার মনে হয়েছিল, আমি যেন একটি সিনেমা দেখছি। দর্শকও নাটকটি দেখে ঠিক সেই অনুভূতি পাবেন।’ প্রেম, আবেগ আর বাস্তবতার মিশেলে তৈরি ‘খুঁজি তোকে’ দর্শকদের মনে নতুন এক অনুভূতি জাগাবে, এমনটাই আশা করছেন নির্মাতা ও শিল্পীরা। নাটকটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।
শিরোনাম
- সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের টার্গেট ১৯১ রান
- রবিবার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- ‘নির্বাচনে কোন দল এলো, না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়’
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন
- করতোয়া নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
- ‘বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে’
- পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না : মঈন খান
- সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর
- নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল
- রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- চিরনিদ্রায় শায়িত সৈয়দ মনজুরুল ইসলাম
- ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
- চাকসুতে ভোট দিতে পর্যাপ্ত সময় পাবেন ভোটাররা, বহিরাগত প্রবেশে কঠোরতা
- ‘জিয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের পুনর্জাগরণ ঘটবে’
- পাঁচ বছরে এলপিজির চাহিদা বেড়ে দাঁড়াবে আড়াই মিলিয়ন টন
- রবিবার থেকে লাগাতার আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা
- কালকিনিতে বিএনপির ওয়ার্ডভিত্তিক পুরুষ সদস্য নবায়ন ও ফরম বিতরণ
- রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি পাভেল
- জনগণ পিআর'র পক্ষে ভোট না দিলে জামায়াত মেনে নেবে: গোলাম পরওয়ার
ক্যাপিটাল ড্রামার নতুন নাটক
প্রেমের গল্প ‘খুঁজি তোকে’ আসছে ১৬ অক্টোবর
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর