নির্বাচন পরবর্তী বাংলাদেশ গড়ার কাজে অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মহমুদ চৌধুরী।
রবিবার অস্ট্রেলিয়ার সেডনির লাকেম্বার লাইব্রেরি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদজ্জাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথাগুলো বলেন। নির্বাচন যেন ঠিক সময়ে, ঠিক ভাবে হয় এই আশা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা, আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করার করার কথা বলেন। ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়ারও হুমকি দেন বিএনপি নেতৃবৃন্দ। দলের প্রতিটি কর্মিকে সজাগ থাকার কথা বলেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিএনপির সর্বোস্তরের কর্মী এবং নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই। অভিনন্দন আপনাদের। আপানাদের ধন্যবাদ জানাচ্ছি। বলতে দ্বিধা নেই, বিগত আন্দোলন সংগ্রামে অনেক কষ্ট করেছেন আপনারা। অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিরা বাংলাদেশের সামগ্রিক বিষয়ে বেশ সক্রিয় ভূমিকা রেখেছেন। আপনাদের কর্মের সেই রেজাল্ট আমরা পেয়েছি। এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আগামী দিনে নির্বাচন যাতে সঠিক সময়ে এবং সঠিকভাবে হয়। নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসলে, অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন হবে আমাদের জন্য। আপনাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।’
অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ অমি ফেরদৌস বক্তব্য রাখেন।
জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আস্ট্রেলিয়া বিএনপি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। ৪০জন শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার নব অনুমোদিত কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম শিবলি ও সদস্য সচিব বাদশা বুলবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার মশিউর রহমান মুন্না, শফিকুল আলম শিফক ও আবিদা সুলতানা তিন পর্বের এই অনুষ্ঠান উপস্থাপনা করেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়ায় বিএনপির বিএনপির বর্ষপূর্তি উদজ্জাপন কমিটির আহ্বায়ক সেলিম লকিয়ত।
এএফএম তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি শাহ আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইলিয়াস কাঞ্চন শহীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ। যুবদলের জাহাঙ্গীর আলম ও ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের মশিউর রহমান তুহিন ও জাহিদুর রহমান।
এছাড়া নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়র সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়র রেজনুর রহমান রুপন, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু, জুম্মন হোসেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ শাহেদ, হান্নান রানা, মফিজুল ইসলাম সাগর, আব্দুল আলীম, খাদিজা জামান রুপম, হাসনা হেনা, আজিজুন নাহার মালা, মুরাদ হোসেন, মোহাম্মদ আলী, ওয়ারিস মাহমুদ, আহসান হাবিব ও জাহিদুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন