জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত চলচ্চিত্র ‘দি রিমান্ড’-এর প্রদর্শনীর অনুমতি দিতে সেন্সর সার্টিফিকেশন বোর্ডকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। বুধবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। কেন ‘দি রিমান্ড’ চলচ্চিত্রের ‘সার্টিফিকেশন সনদ ইস্যু’ করা হবে না- রুলে তা জানতে চেয়েছেন আদালত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং উপপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। চলচ্চিত্রটির নির্মাতা সৈয়দ বেলায়েত ছবিটি মুক্তির নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করার পর শুনানি শেষে আদালত এ রায় দেয়।