দীর্ঘ দেড় যুগের বেশি সময় টেলিভিশন ও ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশে-বিদেশে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে। তাঁর সঙ্গে কথোপকথনে - পান্থ আফজাল
যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। নিয়মিত কাজ করবেন এখন?
কেন নয়। ভালো গল্প আর চরিত্র হলে করতে সমস্যা নেই। তবে শুটিংয়ে ফেরার প্রস্তুতিতে আছি। কাজ শুরু হলে সবই জানতে পারবেন।
সেই শুটিং, ক্যামেরা-অ্যাকশন কি মিস করেন না?
মিস তো করিই। আসলে অনেকটা সময় পার হয়ে গেছে। আগে তো অনেক কাজ করেছি ভিন্ন গল্পে। সেরকম গল্প তো পাচ্ছি না। আবার সেই মানসম্মত কাজ করতে গেলে অনেক কিছুর খেয়াল করতে হয়। শুটিংয়ের সেই চিরচেনা পরিবেশ আর নেই। মানুষ এখন কিভাবে নেবে সেটাও একটা বিষয়। আমি আসলে জনসমাগমে অস্বস্তি অনুভব করি। সব মিলিয়ে কাজ করা হয়ে উঠছে না। দেখা যাক, সামনে কী হয়। তবে সত্যি কথা হলো, কাজ করতে ইচ্ছে করে না এখন।
বন্ধুদের সঙ্গে আড্ডায় দেখা যায়...
হ্যাঁ। এখন সময় কাটাই বন্ধু, আত্মীয় স্বজনের সঙ্গে আড্ডা আর ঘুরেফিরে। আর বাসায় থাকলে রান্নাবান্না করি। কেক বানাই। গেট টুগেদারে অ্যাটেন্ড করি। আগে শুটিংয়ের কারণে অনেক ব্যস্ত থাকতাম। তেমন করে কাউকে সময় দিতে পারতাম না। তাই এখন দেওয়ার চেষ্টা করছি।
মেকাপ আর্টিস্ট হিসেবে প্রশিক্ষণ নিলেন। কেমন ছিল অভিজ্ঞতা?
অভিজ্ঞতা তো চমৎকার! আসলে আমি যেখানে প্রশিক্ষণ নিয়েছি সেই প্রতিষ্ঠানটি কিন্তু বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম।
আপনার কাছে ভালোবাসা মানে কী?
ভালোবাসার সজ্ঞায়ন করা খুব কঠিন। এটা অনুভবের বিষয়। মুখে বলে বোঝানোর বিষয় নয়। তবে আমার জায়গা থেকে বলব, যাকে আমি ভালোবাসব তাদের জন্য দুইটি বিষয় থাকতে হবে। প্রথমত, পর্যাপ্ত সম্মান। দ্বিতীয়তটা হলো বিশ্বাস।
শাকিব বিষয়ে সম্প্রতি বলেছেন...
হ্যাঁ। একসঙ্গে আমরা কখনো কাজ করিনি। তবে তার সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলাম। তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম, আপনি অনেক সুন্দর। আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে। আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।
ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান?
বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কেন জানি কাজটা আর শেষমেশ হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না, যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলব।
রমজান মাস সামনে...
এই মাসে ৩০টা রোজা করার ইচ্ছা রয়েছে।